২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিনিধি:

মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সাত দফা প্রস্তাব পেশ করেছেন তিনি।

সোমবার কক্সবাজারের ‘হোটেল বে ওয়াচে’ রোহিঙ্গা সংকট সমাধানে শুরু হওয়া তিন দিনের অংশীজন সংলাপের মূল অধিবেশনে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা বলেন, “২০১৭ সালে এবং তারও আগে থেকে সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তার সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব।”

তিনি জোর দিয়ে বলেন, “মিয়ানমার সরকার এবং আরকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে। সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং সমাধান সেখানেই আছে।”

প্রধান উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে বলেন, দেশ এখন স্থিতিশীল এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতরের যৌথ আয়োজনে এই সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধি এবং জাতিসংঘসহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন উপস্থিত রয়েছেন।

সম্মেলনের শেষ দিনে বিদেশি অতিথিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তিন দিনের এই সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও আন্তর্জাতিক অর্থায়ন, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হচ্ছে। সম্মেলন থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে তুলে ধরা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top