২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করলেন ওবায়দুল হক নাসির

মো.জুবায়ের আহমেদ, ঘাটাইল, টাঙ্গাইল, প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ১ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগর ও দীঘলকান্দি ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসার ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের মাঝে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন শিক্ষানুরাগী ও সমাজসেবক ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঘাটাইল উপজেলা বিএনপি’র সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

বুধবার (২৭ আগস্ট) দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওবায়দুল হক নাসির তাঁর বক্তব্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। প্রতিটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও সহায়তা করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে এখন থেকেই আমাদের সবাইকে বৃক্ষরোপণে মনোযোগী হতে হবে। “এর ধারাবাহিকতায় বেলা দুইটার সময় সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সাধুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুমানিক ছয় শতাধিক বনজ, ফলস ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল আজিম রানা, দীঘলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম তুলা,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র অন্যতম সদস্য রফিকুল ইসলাম রফিক , উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আসান সৌরভ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ শাহিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন রনি , কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঘাটাইল উপজেলা শাখার আহ্বায়ক মো.নাজমুল ইসলামসহ ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও জাসাসসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top