মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে পদ্মা নদীর তীরবর্তী মুন্সী বেলায়েত হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের ৩৮ জন শিক্ষার্থীদের মাঝে এই লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়া লাইফ জ্যাকেট বিতরণে স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোকসেদ আলী, মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাস, ফকির নূরুল ইসলাম, স্কুলের সহকারী শিক্ষক কিশোর কুমার গুহ, সপ্না রানী পোদ্দার, শারমীন আক্তার উপস্থিত ছিলেন।
লাইফ জ্যাকেট বিতরণে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, পদ্মা নদী পাড়ি দিয়ে এই স্কুলে বেশ কিছু শিক্ষার্থী পড়া শোনা করে এবং নিয়মিত আসে। আমরা এটি জানতে পারি। আজ ওদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হলো, এতে ওদের নদী পথে চলাচলে অনেক উপকার হবে। নদীতে কোন দুর্ঘটনা ঘটলে এই লাইফ জ্যাকেট পড়া থাকলে ভেসে থাকতে পারবে।
লাইফ জ্যাকেট বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন অতিথিরা।