২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাউফল – দুমকি, চার লেন ও দুটি ফুটপাতসহ হবে বগা – গরবদী সেতু, নদীর মাঝখানে থাকবে ৪টি পিলার

জাকির হোসেন হাওলাদার, দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার বাউফল – দুমকি উপজেলার লোহালিয়া নদীর ওপর নির্মিতব্য বগা – চর গরবদী সেতু ইতিমধ্যেই দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই সেতুটি শুধু বাউফল, দুমকি,দশমিনা, নয়, বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করছেন স্থানীয়রা।

বগা- গরবদী সেতুর দৈর্ঘ্য হবে ১.৩৪৮ কিলোমিটার। পাশাপাশি সেতুর দুই প্রান্তে ১.২৭২ কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। এতে করে সেতুর মোট দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় ২.৬২ কিলোমিটার। সেতুটি হবে চার লেনবিশিষ্ট, যেখানে দুটি ফুটপাতও রাখা হবে পথচারীদের জন্য।

ফলে যানবাহনের পাশাপাশি মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। সেতুটি দৃঢ় ও টেকসই করার লক্ষ্যে মোট ২৯টি পিলার স্থাপন করা হচ্ছে। এর মধ্যে চর গরবদী প্রান্তে ১৩টি, বগা প্রান্তে ১২টি এবং নদীর মাঝখানে ৪টি পিলার থাকবে। এভাবে পিলার বিন্যাসের মাধ্যমে সেতুটি ঝুঁকিমুক্ত ও দীর্ঘস্থায়ীভাবে ব্যবহারযোগ্য হবে বলে আশা করা হচ্ছে।

বগা – গরবদী সেতুর লে- আউট সেতুর ডেকের প্রস্থ নির্ধারণ করা হয়েছে ১৫.০২ মিটার বা ৫০ ফুট। এতে করে একসঙ্গে চার লেনের যানবাহন চলাচল করতে পারবে। সেতুটির উল্লম্ব উচ্চতা (ভার্টিকাল ক্লিয়ারেন্স) হবে ১৮.৩ মিটার বা ৬১ ফুট। এর ফলে বৃহৎ নৌযানগুলো সহজেই সেতুর নিচ দিয়ে চলাচল করতে পারবে, যা বাণিজ্যিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বগা – গরবদী সেতুর লে আউট প্রকাশ উপলক্ষে বগা সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুমান বলেন—“দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে বগা- চরগরবদী সেতু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সেতু নির্মিত হলে শুধু পটুয়াখালী জেলা নয়, সমগ্র দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। এ সেতু হবে আঞ্চলিক উন্নয়নের মাইলফলক।”

তিনি আরও বলেন , “বগা – গরবদী সেতুর লে আউট অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। জনগণের সার্বিক সমর্থনই আমাদের মূল শক্তি।

এলাকাবাসীর প্রত্যাশা, বগা – গরবদী সেতু শুধু একটি অবকাঠামো নয়, বরং দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রতীক। যোগাযোগের নতুন এই দিগন্ত খুলে গেলে শিক্ষা, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সমানভাবে উন্নয়ন ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top