নিজস্ব প্রতিনিধি:
ব্যাংক লোকসানে গেলে মালিকরা লভ্যাংশ এবং কর্মকর্তারা কোনো ধরনের বোনাস পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘অর্থনীতিতে প্রবাসীদের অবদান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।
তিনি বলেন, অর্থ পাচার রোধ এবং প্রবাসী আয়ে প্রবাহ বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বর্তমানে রেমিট্যান্স প্রবাহ ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গভর্নর আরও বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এতে উল্লেখযোগ্য সফলতাও এসেছে। বর্তমানে ডলার সংকট নেই, তবে টাকার সংকট রয়েছে। রেমিট্যান্স বৃদ্ধির কারণেই এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।
তিনি জানান, দেশের পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা আগামীকাল থেকে শুরু হবে।