৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জেন-জিদের বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি:

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জেন-জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। তার সহকারী প্রকাশ সিলওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুতে টানা দুই দিনের সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর মঙ্গলবার অলি পদত্যাগ করেন। এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ‘জেন জেড প্রোটেস্ট’ নামে পরিচিত আন্দোলনের প্রধান দাবি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ। বিক্ষুব্ধ জনতা নেপালের পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার কয়েক ঘণ্টা পরেই তার পদত্যাগের ঘোষণা আসে।

এর আগে মঙ্গলবার ভোর থেকেই কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ চলতে থাকে। উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা চালায় এবং ভাঙচুর করে। হামলার শিকার হয় প্রধানমন্ত্রী অলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও এসময় ক্ষতিগ্রস্ত হয়।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানান, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৯০ জন।

এর আগে তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী অলি সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। পদত্যাগের আগে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, বৈঠকটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থান নির্ধারণ করা হয়নি।

অলি তার বিবৃতিতে আরও বলেন, “রাজধানীসহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে গভীরভাবে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনার ভিত্তিতেই সংকটের সমাধান সম্ভব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top