১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দোহায় ইসরাইলের হামলা, কাতারের কঠোর নিন্দা

নিজস্ব প্রতিনিধি:

কাতারের রাজধানী দোহায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, এ হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতারা। খবর আল-জাজিরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

বিস্ফোরণের পরপরই আইডিএফ এক বিবৃতিতে জানায়, শিন বেত নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথভাবে এই অভিযান চালানো হয়েছে এবং হামাস নেতৃত্বকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করা হয়েছে। তবে কাদের উদ্দেশ্য করে হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট করেনি তারা।

বহু বছর ধরে হামাসের শীর্ষ নেতারা দোহাকে গাজা উপত্যকার বাইরে রাজনৈতিক সদর দপ্তর হিসেবে ব্যবহার করে আসছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের আলোচক দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও বিধির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও অধিবাসীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

তিনি আরও বলেন, কাতার এ হামলার কঠোর নিন্দা জানাচ্ছে এবং স্পষ্ট করে জানাচ্ছে যে আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ ও কাতারের সার্বভৌমত্বকে লক্ষ্য করে যেকোনো পদক্ষেপ বরদাশত করা হবে না। ইতোমধ্যে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top