১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নেতৃত্ব নিয়ে বিতর্কে সেনাবাহিনীর হস্তক্ষেপ, নেপালে জেন জি প্রতিনিধিদের ফিরিয়ে দেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালে নেতৃত্বের প্রশ্নে সৃষ্ট হট্টগোলের জেরে সেনাবাহিনী জেন জি প্রতিনিধিদের ফিরিয়ে দিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে সমর্থন জানানোর পর প্রতিনিধিরা সেনা সদর দপ্তরে যান সেনাপ্রধান অশোক সিগডেলের সঙ্গে আলোচনা করতে। কিন্তু সেখানে নেতা নির্বাচন নিয়ে তাদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়।

সেনা সদর দপ্তরের প্রধান ফটকের সামনে যুব প্রতিনিধিরা একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। কেউ কার্কির নেতৃত্বকে সমর্থন করেন, আবার কেউ ঢারান মেয়র হার্কা সাম্পাং এবং কাঠমান্ডু মেয়র বালেন্দ্র শাহকে বিকল্প হিসেবে প্রস্তাব করে স্লোগান দেন। অন্য একদল প্রতিনিধি কার্কির নেতৃত্ব অগ্রহণযোগ্য বলে প্রতিবাদ জানান।

এ অবস্থায় সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং সবাইকে ফিরে যেতে নির্দেশ দেয়। জানানো হয়, আগামী বৃহস্পতিবার নির্ধারিত নেতৃত্ব প্রতিনিধি ও তাঁর ফোন নম্বরসহ পুনরায় উপস্থিত হতে হবে। সেনাবাহিনী আরও স্পষ্ট করেছে যে, কেবল অনুমোদিত প্রতিনিধিই নেতৃত্বের প্রস্তাব উপস্থাপন করতে পারবেন, যাতে বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শৃঙ্খল ও সংলাপ বজায় থাকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top