মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে মাসকলাইয়ের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২,৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদসহ অন্য কর্মকর্তারা।
প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।
এছাড়াও সোনামসজিদ, কিরণগঞ্জ ও মাসুদপুর বিজিবি ক্যাম্পে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে নারিকেল, তাল, আম, নিম, জাম, বেল ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।