১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনাকষা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করলেন ড. কেরামত আলী

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়, মনাকষা দাখিল মাদ্রাসা, হাঙ্গামী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর আমির, শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-০১ শিবগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা ডক্টর কেরামত আলী।আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত অত্র ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর শিবগঞ্জ পৌরসভা সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আব্দুর রউফ, শিবগঞ্জ উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, শিবগঞ্জ টাইলস এর মালিক শওকত আলী, মনাকষা ইউনিয়ন আমির ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আনওয়ারুল ইসলাম।

বিদ্যালয় পরিদর্শনে অনান্য প্রার্থীদের মত বিয়ের বাড়ির ন্যায় নেতা,কর্মী ও সমর্থক না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে কোন রকম সমস্যা তৈরী না হওয়ার কারণে বিদ্যালয় সমূহের শিক্ষক মন্ডলীগণ ড. কেরামত আলীর প্রশংসা করেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top