১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে অসহায় মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়, অনাথ, মানসিক ভারসাম্যহীন, অসুস্থ, শিশু-বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে মানবিক সংগঠক “পরিবাবু” এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক মোঃ রাজু সরকার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন ৬ নং মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা মানিক।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন—“পরিবাবু যে মহৎ উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে দারিদ্র্য ও বৈষম্য অনেকটাই কমে যাবে।”

পুলিশ পরিদর্শক (নিঃ) মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের মোঃ রাজু সরকার তার বক্তব্যে বলেন—“মানবিক কাজে পুলিশ প্রশাসন সবসময় সহযোগিতা করবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পরিবাবু যেভাবে কাজ করছে, তা সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন—“সামাজিক ও মানবিক কাজে তরুণ প্রজন্মকে যুক্ত করতে হবে। এই ধরনের উদ্যোগ আমাদের সমাজকে মানবিকতার দিকে এগিয়ে নিয়ে যাবে।”

মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন— “শিক্ষার্থীদেরও এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে, যাতে ছোটবেলা থেকেই তাদের মনে মানবিক চেতনা গড়ে ওঠে।”

মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা মানিক বলেন—“পরিবাবু যে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা আমাদের সমাজের জন্য বড় অনুপ্রেরণা। ইউনিয়ন পরিষদ থেকেও আমরা সবসময় এমন কাজে পাশে থাকব।”

এদিকে মানবিকতার দৃষ্টান্ত রেখে পরিবাবু দীর্ঘদিন ধরে এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন বলে স্থানীয়রা প্রশংসা করেন। পরিবাবু জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তার উদ্দেশ্য। তার এ আয়োজনের মাধ্যমে সমাজের সকল সামর্থ্যবান মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বস্ত্র বিতরণ কার্যক্রমে শতাধিক অসহায় নারী-পুরুষ, শিশু ও প্রবীণরা অংশ নেন। নতুন বস্ত্র পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, আয়োজক মানবিক পরিবাবু এর আগেও শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “মানবতার দেয়াল” কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের জন্য মানবিক কার্যক্রমের সূচনা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top