১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘দিনের ভোট রাতে’ করায় ফ্ল্যাট পুরস্কার পাওয়া ১২ জনকে দুদকে তলব

নিজস্ব প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক দুই কমিশনারসহ সচিব পদমর্যাদার মোট ১২ জন কর্মকর্তাকে তলব করেছে দুদক। রাজধানীর ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দে নীতিমালা ভঙ্গের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা অনুসন্ধান দলের নিয়মিত কাজের অংশ।

তলবকৃতদের মধ্যে রয়েছেন দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, সাবেক কমিশনার জহরুল হক, সাবেক সচিব মো. ইউনুসুর রহমান, সাবেক সচিব এমএ কাদের। তাদের আগামী ১৭ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হবে। আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ ও মো. সিরাজুল হক খানকে আগামী ১৮ সেপ্টেম্বর তলব করা হয়েছে।

এছাড়া সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সচিব মো. আনিছুর রহমান ও সাবেক সিনিয়র সচিব এসএম গোলাম ফারুককে আগামী ২১ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদক সূত্র জানায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি (প্রথম পর্যায়)’ প্রকল্পের আওতায় নীতিমালা ভঙ্গ করে উচ্চমূল্যের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রকল্প অনুযায়ী, ধানমন্ডির ১৩ নম্বর (নতুন ৬/এ) সড়কের ৬৩ নম্বর প্লটে নির্মিত ১৪ তলা ভবনের ১৮টি ফ্ল্যাটের মধ্যে ৬০ শতাংশ সরকারি এবং ৪০ শতাংশ বেসরকারি কোটায় বরাদ্দ দেওয়ার কথা ছিল।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত ভূমিকার জন্য এই ১২ কর্মকর্তাকে পুরস্কারস্বরূপ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top