১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও ভোটাধিকার থাকবে: বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন, তা বলার অধিকার কারও নেই।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দল নেই এবং তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কে জিতল বা হারল তা সরকারের বিষয় নয়। সরকারি কর্মকর্তাদেরও নিরপেক্ষ থাকতে হবে। কেউ কোনো দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ফাওজুল কবির খান বলেন, নির্বাচনে যে দলই জয়ী হোক সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষেই কাজ করবেন। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে ব্যঙ্গ করে বলেন, “ওটা ছিল লায়লাতুল নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছিল।”

তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুৎ সংকট নেই। কারখানায় কিছুটা গ্যাসের ঘাটতি রয়েছে, যা দ্রুত সমাধান করা হবে। বিদ্যুৎ লোডশেডিং সবসময় মনিটরিং করা হচ্ছে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে মানুষের কিছুটা দুর্ভোগ হলেও তা উন্নয়নের জন্য সহনীয় বলেও মন্তব্য করেন তিনি।

সভা শেষে উপদেষ্টা বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top