২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে জিএস মাজহারুল ও এজিএস নির্বাচিত মেঘলা

নিজস্ব প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা।

ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর ভোট গণনা শেষ হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে ভোট শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে দীর্ঘ লাইনের কারণে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এবারের জাকসু নির্বাচনে মোট আটটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে স্বতন্ত্রভাবে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু, জিএস পদে ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. শাকিল আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁঞা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top