শরিফুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভাদড়া ওয়ার্ড শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আযাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন শহর শাখার প্রকাশনা সম্পাদক হাফেজ আনিছুর রহমান, সদর পশ্চিম থানা শাখার সভাপতি আল মুজাহিদ, এইচআরডি সম্পাদক ফুয়াদ হোসেন, বায়তুলমাল সম্পাদক আবির মাহমুদ ও সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের গ্রুপ জানা মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মানবতার সেবায় উদ্বুদ্ধ করে। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়দেরও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও দায়িত্বশীলরা উদ্যোগটির প্রশংসা করেন।