১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খোকসা উপজেলা নির্বাহী অফিসারের সাহসী পদক্ষেপে খোকসা হাওর নদীর বাঁধ দখলমুক্ত

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসায় আবারও প্রমাণ হলো—আইনের শাসন প্রতিষ্ঠায় উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন সবসময় জনগণের পাশে আছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় খোকসা জানিপুর ইউনিয়নের একতারপুর চর বিহারিয়া হাওর নদীর বাঁধ দখল করে স্থানীয় কিছু প্রভাবশালী অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছিল। এতে মাছের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল, যা মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ।

এলাকাবাসীর অভিযোগ পেয়ে প্রবল বৃষ্টি উপেক্ষা করে উপজেলা নির্বাহী অফিসার নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাহসী উদ্যোগে ব্যারিকেড ভেঙে দেন এবং বাঁধটি সকলের জন্য উন্মুক্ত করে দেন।

চোখে পড়ার মতো বিষয় হলো, এ সময় স্থানীয়দের সহযোগিতা না পেয়ে তিনি নিজেই দুইজন লোকের সহায়তায় ব্যারিকেড অপসারণ করেন।

এলাকাবাসী জানায়, উপজেলা নির্বাহী অফিসারের এমন সাহসী ও মানবিক পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ। তিনি না আসলে হয়তো এই বাঁধ কখনও জনগণের জন্য উন্মুক্ত হতো না।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আহসান হাবিব। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top