১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এনআইডি লক থাকায় আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবার

নিজস্ব প্রতিনিধি:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাদের এনআইডি লক রয়েছে তারা প্রবাসে থেকে ভোট দিতে পারবেন না।

গত এপ্রিলে নির্বাচন কমিশনের এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয়। তাদের মধ্যে রয়েছেন— শেখ রেহানা, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, এবার নির্বাচনে দেশে ও বিদেশে বসে ভোট দেওয়ার সুযোগ থাকছে। প্রবাসীদের অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর ব্যবহার করে। কিন্তু যাদের এনআইডি লক রয়েছে তারা এই নিবন্ধন করতে পারবেন না এবং ভোট দেওয়ার সুযোগও পাবেন না। মামলার কারণে বা অন্য কোনো কারণে যারা বিদেশে অবস্থান করছেন তাদের ভোটাধিকার থাকবে, তবে এনআইডি আনলক থাকতে হবে।

তিনি আরও জানান, অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক হবে, পাসপোর্ট নয়। ফলে এনআইডি লক থাকলে কেউ নিবন্ধন করতে পারবেন না।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বর্তমানে তারা বিদেশে অবস্থান করছেন। সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে যেসব নেতাকর্মীর এনআইডি আনলক আছে তারা দেশে থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বিদেশে থাকা কতজন নেতার এনআইডি লক আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top