রুবেল ফরাজি, নিজস্ব প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন (শাহাদাত কমিশনার) এবং পরিচালনা করেন সদস্য সচিব সোহেল রানা। এতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সাজাহান ইথু চৌধুরী, শহিদুল ইসলাম, বাসার সিদ্দিকী, শামীম চৌধুরী, শহিদুল ইসলাম দিপু সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে দেশ ফ্যাসিস্ট সরকারের হাতে জিম্মি ছিল। মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল, যা আজ আবার ফিরে আসছে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আহ্বায়ক শাহাদাত হোসেনকে শিবচর উপজেলার দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত কর্মী হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, এই নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে। অন্যদিকে সদস্য সচিব সোহেল রানা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দলকে এগিয়ে নেবেন বলে আশা প্রকাশ করা হয়।
এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা।
উপজেলা বিএনপির এই আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
যুগ্ম আহ্বায়কবৃন্দ: বেগম নাদিরা চৌধুরী (১), জহের গোমস্তা (২), মো: শাজাহান মোল্লা সাজু (৩), মোতাহার হোসেন হাওলাদার (৪), শহিদুল ইসলাম দিপু (৫)।
সদস্যবৃন্দ: নুর উদ্দিন মোল্লা, আবু জাফর চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, আবুল বাসার সিদ্দিকী, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, বাকাউল করিম খা, ইথু চৌধুরী, শামীম চৌধুরী ও হান্নান মিয়া।