২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতের হামলার ক্ষেত্রে পাকিস্তানের পাশে থাকবে সৌদি আরব

নিজস্ব প্রতিনিধি:

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ বলেছেন, ভবিষ্যতে ভারত যদি ইসলামাবাদের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়াবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়— পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির শর্ত অনুযায়ী, ভারত যদি পাকিস্তানের ওপর হামলা চালায় তবে রিয়াদ কি ইসলামাবাদের পাশে থাকবে?

জবাবে খাজা আসিফ বলেন, “অবশ্যই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির ৫ নম্বর ধারায় ‘যৌথ প্রতিরক্ষা’র উল্লেখ আছে। এর মানে হলো, চুক্তিতে অন্তর্ভুক্ত কোনো দেশের ওপর হামলা হলে, তা অন্য অংশীদারদের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।” তিনি আরও বলেন, “এই চুক্তিটি ন্যাটোর ধাঁচে তৈরি— এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। কোনো দেশকে আক্রমণ করার সুযোগ এখানে রাখা হয়নি। তবে পাকিস্তান বা সৌদি আরবের ওপর হামলা হলে উভয় দেশই একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবে।”

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও এর শর্ত ও বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে সৌদির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এ চুক্তিতে সামরিক সহযোগিতার সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রসঙ্গত, মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও প্রায় ৬ লাখ সেনা নিয়ে দেশটির সেনাবাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচনা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top