নিজস্ব প্রতিনিধি:
বিশ্বজুড়ে জেনারেশন জেড বা জেন-জি প্রজন্মের নেতৃত্বে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ছে। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে লাতিন আমেরিকা, ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র—কোথাও দুর্নীতি, কোথাও চাকরির সংকট, আবার কোথাও বাজেট কাটছাঁট ও অভিবাসন ইস্যুতে তরুণরা রাস্তায় নেমে আসছে। এতে একাধিক দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে, উঠছে প্রশ্ন—ছাত্র আন্দোলনের চাপে সরকারগুলো টিকে থাকতে পারবে তো?
নেপালে সম্প্রতি দুর্নীতি, স্বজনপ্রীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে তরুণরা গত ৮ সেপ্টেম্বর রাস্তায় নামে। পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত ১৯ জন। পরদিন আন্দোলন আরও সহিংস হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন।
ভারতেও একের পর এক দাবিতে রাজপথ গরম। বিহারে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে গত ৯ সেপ্টেম্বর চাকরিপ্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়ে শহরের রাস্তাঘাট। এরপর আসামে মোড়ান সম্প্রদায়ের প্রায় ২০ হাজার মানুষ ‘তফসিলি উপজাতি’ মর্যাদার দাবিতে রাজপথে নামে। নরেন্দ্র মোদীর সফরের আগে এই বিক্ষোভে কেঁপে ওঠে গোটা রাজ্য।
ফিলিপাইনে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে জনতা ক্ষোভে ফুঁসছে। কোটি কোটি টাকা ব্যয় করেও বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তরুণরা আন্দোলনে নেমেছে। প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র নিজেই ভুয়া প্রকল্পের অস্তিত্ব স্বীকার করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে গত ১৬ সেপ্টেম্বর সংসদ সদস্যদের আজীবন ভাতা ও গাড়ি সুবিধার পরিকল্পনার বিরুদ্ধে তরুণরা রাস্তায় নামে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত সরকার পিছু হটে এবং উভয় পরিকল্পনা বাতিল করে।
লাতিন আমেরিকার দেশ পেরুতেও একই দৃশ্য। গত ২০ সেপ্টেম্বর রাজধানী লিমায় শত শত বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। দুর্নীতি, সংগঠিত অপরাধ ও বিতর্কিত পেনশন সংস্কারের বিরুদ্ধে তরুণরা রাজপথে নেমেছে। প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা কমে যাওয়ায় রাজনৈতিক সংকট আরও তীব্র হচ্ছে।
ইউরোপের দেশ ফ্রান্সে বাজেট কাটছাঁট ও অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্তকে ঘিরে ধর্মঘটে নেমেছে শিক্ষক, ট্রেনচালক, ফার্মাসিস্ট ও হাসপাতালের কর্মীরা। শিক্ষার্থীরাও বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে আন্দোলনে যুক্ত হয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো বলছে, সরকারের নীতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে।
যুক্তরাষ্ট্রের শিকাগোতে গত সপ্তাহে ট্রাম্প টাওয়ারের সামনে অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। হাতে মেক্সিকো, পুয়ের্তো রিকো ও যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে তারা নানা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
বালকান অঞ্চলের সার্বিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সংকট ও পুলিশি সহিংসতার প্রতিবাদে নোভি সাদ শহরে হাজারও ছাত্র রাস্তায় নেমেছে। প্রায় ১০ মাস ধরে চলা এই আন্দোলন গত আগস্ট থেকে সহিংস রূপ নিয়েছে।