মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠ অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে শিক্ষকগণ।
রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাথে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক শ্রী মৃণাল কান্তি সিকদার বলেন, “যদি কেউ বিদ্যালয়ের আশেপাশে ইভটিজিং করার জন্য আসে, তবে তাকে তিন মাসের হাসপাতালের খরচ হাতে নিয়ে আসতে হবে।”
তার এই সাহসী মন্তব্যে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়।
এছাড়া সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম খান, মোঃ শহিদুল ইসলাম, দীপ্তি রাণী সন্যাসী, মোঃ ইউনুচ চৌধুরী, আফরোজা খাতুন প্রমুখ।
সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শিক্ষার্থী সমাবেশে প্রধান শিক্ষক শ্রী মৃণাল কান্তি সিকদার বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে যেমন শিক্ষকদের দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তারা আরও বেশি মেধাবী হয়ে উঠতে পারে। শিক্ষক ও অভিভাবকের যৌথ প্রচেষ্টায় একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করা সম্ভব।
অন্যান্য বক্তাগণ বলেন, বর্তমানে মোবাইল আসক্তির কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে। তাই অভিভাবকদের সচেতন হতে হবে এবং সন্তানদের মোবাইল ব্যবহারে সীমাবদ্ধ রাখতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানে অভিভাবক ও শিক্ষকদের সমান ভূমিকা রাখতে হবে, যাতে তারা আদর্শ মানুষ হয়ে সমাজ ও দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারে