২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নিউইয়র্কে ড. ইউনূসের প্রতিনিধি দলের সদস্য আখতার হোসেনকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি:

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে থাকা ড. ইউনূসের প্রতিনিধিদলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করার ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা প্রথমে মিজানুর রহমানকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে ড. ইউনূসের প্রতিনিধি দলের অংশ হিসেবে থাকা আখতার হোসেনের ওপর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা হামলার চেষ্টা চালান এবং ডিম নিক্ষেপ করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ ও ‘রাজাকার’ স্লোগান দেন। এসময় অশালীন ভাষায় গালিগালাজও করা হয়। একপর্যায়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top