২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতিসংঘ সাধারণ পরিষদে ট্রাম্পের সমালোচনা: ‘জাতিসংঘ তার সম্ভাবনার কাছাকাছিও পৌঁছাতে পারেনি’

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, বিশ্বব্যাপী সংঘাত নিরসনে তার সাতটি মধ্যস্থতা প্রচেষ্টা সফল হয়েছে, অথচ এসব ক্ষেত্রে জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারেনি।

ট্রাম্প বলেন, জাতিসংঘের পরিবর্তে আমাকে এসব উদ্যোগ নিতে হয়েছে। দুঃখজনকভাবে প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘ সাহায্যের চেষ্টা পর্যন্ত করেনি।

তিনি জাতিসংঘ সদর দফতরের ভাঙা লিফট ও খারাপ টেলিপ্রম্পটারের প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেন, এটাই আমি জাতিসংঘ থেকে পেয়েছি—একটি খারাপ এসক্যালেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার।

ট্রাম্প আরও বলেন, সেই সময়ে আমি এসব নিয়ে ভাবিনি কারণ আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে ব্যস্ত ছিলাম। পরে বুঝতে পারলাম, জাতিসংঘ আমাদের পাশে ছিল না।

তিনি প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে জাতিসংঘের উদ্দেশ্য কী? ট্রাম্পের মতে, জাতিসংঘের বিশাল সম্ভাবনা রয়েছে, কিন্তু এতদিনে তারা সেই সম্ভাবনার কাছাকাছিও পৌঁছাতে পারেনি। সাধারণত তারা শুধু শক্ত ভাষায় চিঠি পাঠায়, কিন্তু পরে আর কোনো পদক্ষেপ নেয় না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top