২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভিসা নিষেধাজ্ঞার গুজব ভিত্তিহীন: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস

নিজস্ব প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশ দূতাবাস সম্প্রতি প্রচারিত ‘ভিসা নিষেধাজ্ঞা’ সংক্রান্ত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভিসা ইস্যু বন্ধের খবরটি একটি অবিশ্বস্ত ওয়েবসাইট থেকে ছড়ানো হয়েছে। এ পর্যন্ত আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) গালফ নিউজ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দূতাবাস স্পষ্ট করেছে যে উক্ত ওয়েবসাইটের তথ্য বিভ্রান্তিকর ও ভুয়া। ওয়েবসাইটটির নানা অসঙ্গতিও তুলে ধরা হয়। সাইটটি নিজেদের ঠিকানা দুবাই উল্লেখ করলেও ফোন নম্বর নিবন্ধিত ভারতে, রেজিস্ট্র্যান্ট ও টেকনিক্যাল কন্টাক্ট যুক্তরাজ্যভিত্তিক এবং রেজিস্ট্রার যুক্তরাষ্ট্রে। এমনকি যে দুবাই ঠিকানাটি দেখানো হয়েছে সেটিও বাস্তবে নেই।

দূতাবাস জানায়, সার্বজনীন পর্যালোচনায় ওয়েবসাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ‘অবিশ্বাসযোগ্য’ এবং ‘প্রতারণামূলক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই বাংলাদেশি নাগরিকসহ সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে সংবাদমাধ্যমকে সতর্ক করে দূতাবাস জানিয়েছে, যাচাইবিহীন কোনো তথ্য প্রকাশ বা প্রচার করা থেকে বিরত থাকতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top