২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে

নিজস্ব প্রতিনিধি:

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দীন আহমদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোহেল তাজের বিদেশযাত্রা আটকে দেওয়া হয়েছে। কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত বুধবার দিনেই বিষয়টি ঘটে। অন্যদিকে বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষও নিশ্চিত করেছে যে ‘ভ্রমণরোধ’ থাকার কারণে সোহেল তাজ দেশত্যাগ করতে পারেননি।

সোহেল তাজ আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে পুনরায় সংসদ সদস্য হন তিনি। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে একই বছরের ৩১ মে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top