মো হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খাগড়াছড়ি শাপলা চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। প্রধান মেহমান ছিলেন ২৯৮ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জনাব মিনহাজুর রহমান।
সমাবেশে বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।
বক্তারা আরও বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ সংগ্রাম চলবে।
খাগড়াছড়িতে এই সমাবেশে জামায়াতে ইসলামী’র স্থানীয় ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।