মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন-অর রশীদের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবকদল।
শুক্রবার সকালে বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ হারুনের পক্ষে প্রচারণায় অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। বালিয়াকান্দি ওয়াব্দা মোড় হয়ে জামালপুর, নারুয়া, জঙ্গল, নবাবপুর, ইসলামপুর, বহরপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করেন। রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, সদস্য উজ্জ্বল মন্ডল, পিরুল মাহামুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নাঈম, অপু, জুয়েল, নবাবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান নরু, সাংগঠনিক সম্পাদক সবুজ, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিলন মাষ্টার সহ কয়েক শত নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলার ৭টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। বিভিন্ন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা তুলে ধরা হয়। এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশীদের পক্ষ থেকে নির্বাচনী নানা ধরণের শ্লোগান ও প্রতিশ্রুতিমুলক বক্তৃতা করেন।
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছর রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ হামলা, মামলা, ভয়-ভীতি উপেক্ষা করে জেলা বিএনপিকে সুসংগঠিত করেছেন। আগামী নির্বাচনে বিএনপি তাকেই দলীয় মনোনয়ন দিবে। সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে পৌছে দিতে কাজ করে আসছি। আমরা সকলকে সাথে নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবো।