নিজস্ব প্রতিনিধি:
২০২৬ সালের জন্য সরকারি ও বেসরকারি হজ্ব প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম প্যাকেজের খরচ ৬৯৫৫৯৭ টাকা, দ্বিতীয় প্যাকেজের খরচ ৫৫৮৮৮১ টাকা এবং তৃতীয় প্যাকেজের খরচ ৪৬৭১৬৭ টাকা।
অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায়ও তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রথম প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬৮০০০০ টাকা, দ্বিতীয় প্যাকেজের খরচ ৫৮০০০০ টাকা এবং তৃতীয় প্যাকেজের খরচ ৫১০০০০ টাকা।
ধর্ম উপদেষ্টা বলেন, হজ দ্বি-রাষ্ট্রিক কার্যক্রম। রাজকীয় সৌদি সরকার ও হজযাত্রী প্রেরণকারী দেশসমূহের ব্যবস্থাপনায় হজ কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। তবে নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সৌদি সরকারের ভূমিকাই মুখ্য। হজের রোডম্যাপ ঘোষণা, সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয় নির্ধারণ প্রভৃতি বিষয় সৌদি সরকারের এখতিয়ারাধীন।
উপদেষ্টা জানান, হজ প্যাকেজে সৌদি আরব পর্বের ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে, মক্কা-মদিনায় বাড়ি/হোটেল ভাড়া, পরিবহন ব্যয়, জমজম পানি, মিনা-আরাফায় সার্ভিস চার্জ, ভিসা ফিস,স্বাস্থ্যবীমা, ইলেক্ট্রনিক্স ফিস, গ্রাউন্ড সার্ভিস ফিস, মিনার তাঁবু ভাড়া/ক্যাম্প ফিস, লাগেজ পরিবহন ব্যয় ও দমে শোকর খরচ বা কোরবানি খরচ।
বাংলাদেশ পর্বের ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে, বিমান ভাড়া, হজযাত্রীদের কল্যাণ তহবিল, প্রশিক্ষণ ফি, হজ গাইড, অন্যান্য সার্ভিস।
উপদেষ্টা বলেন, সৌদি আরব ও বাংলাদেশ পর্বের এই সকল ব্যয় যোগ করেই আমরা প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি।