৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মরক্কোয় জেন-জিদের বিক্ষোভে নিহত ২, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জেনারেশন জেড বা জেন-জি প্রজন্ম। বুধবার (১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। তারা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগের দাবি তুলেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে অস্ত্র লুটের উদ্দেশ্যে হামলা চালায় একদল বিক্ষোভকারী। এ সময় পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছুরি ছিল। তবে পুলিশের গুলি ও টিয়ারশেলের মুখে তা ব্যবহার করার সুযোগ পাননি তারা। তবুও বিক্ষোভকারীরা থানায় অগ্নিসংযোগ এবং পুলিশের যানবাহন ভাঙচুর করেন।

গত ২৮ সেপ্টেম্বর শনিবার থেকে রাজধানী রাবাতে শুরু হওয়া এই বিক্ষোভে তরুণরা ক্রমবর্ধমান বেকারত্ব দূরীকরণ, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবি জানিয়ে আসছে। অখ্যাত সংগঠন ‘জেন-জি ২১২’ এই আন্দোলনের মূল আয়োজক। টিকটক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন গেমিং অ্যাপের মাধ্যমে তারা তরুণদের বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছে।

এদিকে পর্যটন নগরী মারাকেশেও বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি বহু ভবন ও দোকানে ভাঙচুর চালিয়েছে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মরক্কোয় বেকারত্বের হার ১২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ক্রমেই বাড়ছে। তরুণদের মধ্যে এই হার ৩৫ দশমিক ৮ শতাংশ এবং স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে ১৯ শতাংশ বর্তমানে বেকার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top