৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি ছাড়া সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী। আয়োজকদের দাবি, এতে অন্তত ৩১৭ জন কর্মীকে আটক করা হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজামুখী ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি ছাড়া বাকিগুলো আটক করা হয়েছে। আটক হওয়া কর্মীরা এসেছেন স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৩৭টি দেশ থেকে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আটককৃতদের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।

ট্র্যাকারের তথ্যে জানা যায়, মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করলেও উপকূল থেকে মাত্র ৯.৩ নটিক্যাল মাইল দূরে গিয়ে এর সিগন্যাল হারিয়ে যায়। ফ্লোটিলা সংগঠকদের দাবি, দীর্ঘদিনের অবরোধ ভাঙতে তারা গাজায় যাচ্ছিলেন, কিন্তু ইসরাইলি বাহিনী জাহাজ ঘিরে ফেলে তাদের অচল করে দেয়।

অ্যাক্টিভিস্টরা জানান, জ্যামিংয়ের কারণে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতেও দেখা গেছে, ইসরাইলি নৌবাহিনীর জাহাজ বহরের কাছে পৌঁছে দিক পরিবর্তনের নির্দেশ দিচ্ছে।

‘ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা’ অভিযোগ করেছে, তাদের জাহাজগুলো অবৈধভাবে আটকে দেওয়া হয়েছে। ক্যামেরা বন্ধ করে দিয়ে ইসরাইলি সামরিক বাহিনী জাহাজে প্রবেশ করেছে এবং যাত্রীদের জোরপূর্বক আটকে রাখা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top