আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের সরকার সামরিক বাহিনীকে গাজা দখলের অভিযান বন্ধ রেখে সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামানোর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে দেশটির আর্মি রেডিও। প্রেস আউটলেটটি জানিয়েছে, এই নির্দেশনা রাজনৈতিক মহলের সিদ্ধান্তের পর আসে যাতে আর্থিক ও সামরিক নিয়ন্ত্রণে থাকা বড় অপারেশনগুলো স্থগিত রাখা হয় এবং কেবল প্রতিরক্ষামূলক কার্যক্রম চালানো হবে।
আর্মি রেডিওর সাংবাদিক ডরোন কাদোস জানিয়েছেন, নির্দেশনার বাস্তব অর্থ হলো গাজা সিটি দখলের অভিযানে আপাতত বিরতি আনা হয়েছে এবং তা স্থগিত রাখা হয়েছে। একই সময় ফিলিস্তিনের হামাস যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনার ওপর ইতিবাচক সাড়া দেয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ার পর ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের মাধ্যমে সব জিম্মিকে মুক্তির চেষ্টা ত্বরান্বিত করার জন্য তারা প্রস্তুত। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করা হবে যাতে যুদ্ধ বন্ধের প্রক্রিয়া ইস্রায়েলের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নেয়া যায়।
এরই মাঝে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, হামাসের সদ্য দেয়া বিবৃতি থেকে তিনি মনে করেন তারা দীর্ঘমেয়াদী শান্তির পথে যেতে প্রস্তুত। ট্রাম্প দাবি করেছেন, এসব আলোচনার প্রেক্ষিতে এখনই গাজায় বোমাবর্ষণ বন্ধ করা উচিত যাতে আটকে থাকা জিম্মিদের দ্রুত ও নিরাপদভাবে ফিরিয়ে আনা যায়। তিনি উল্লেখ করেছেন, প্রস্তাবটি কেবল গাজার জন্য নয়—মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের লক্ষ্যে কাজ করবে।