৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ট্রাম্পের নির্দেশ অমান্য করে গাজায় ফের ইসরাইলের হামলা, নিহত ৪৬ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশ উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনীর ধারাবাহিক বোমাবর্ষণে আরও ৪৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এর আগে শুক্রবার রাতে সশস্ত্র সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানায়। এর পরপরই ট্রাম্প ইসরাইলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে ইসরাইল পরদিনই নতুন করে প্রাণঘাতী হামলা চালায়।

গাজা সিটির তুফ্ফাহ এলাকায় এক পরিবারের বাড়িতে ভয়াবহ বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র আট মাস। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে তিনজন ছিলেন ত্রাণ প্রত্যাশী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৪ জনে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে, দুর্ভিক্ষে দিন দিন বাড়ছে মৃত্যুর মিছিল।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) এখনো পর্যন্ত শনিবারের হামলা বা অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, খাদ্যাভাব ও পুষ্টিহীনতায় গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অনাহার ও অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মোট ৪৫৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫৪ জন শিশু।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top