১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নীলফামারী সরকারি কলেজ ও জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া ও অধ্যাপক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

সভায় আরও বক্তব্য দেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, মডেল কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক শিরিন বানুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

দিবসটি উপলক্ষে জেলার সাতজন শিক্ষককে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও শিক্ষার উন্নয়নে একটি মানবিক অঙ্গিকার। শিক্ষা উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাই পারে আলোকিত সমাজ গড়ে তুলতে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top