মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৪ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৪টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চক আলমপুর ঈদগাহ মাঠের পূর্ব পার্শ্বের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান। তাঁর সঙ্গে সঙ্গীয় অফিসার ফোর্সও উপস্থিত ছিলেন।
অভিযানে ধৃত আসামি হলেন – মোঃ আব্দুর রশিদ (২৭), পিতা: মৃত নুরূল ইসলাম, গ্রাম: চর শেখালীপুর ডোডাপাড়া, থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
তাঁর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এই অভিযানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।