৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড জনগণ, আমি নই: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলনের নেপথ্যের কারিগর বা ‘মাস্টারমাইন্ড’ তিনি নন। তিনি নিজেকে কখনও এই আন্দোলনের মূল পরিকল্পনাকারী হিসেবে দেখেন না।

সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলায় প্রচারিত এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি বলেন, এই আন্দোলন জনগণের আন্দোলন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণই এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড।

সাক্ষাৎকারে উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা তাকে এই আন্দোলনের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিহিত করেছেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “না, আমি নিজেকে কখনও জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের সাফল্য জুলাই মাসে এসেছে, কিন্তু এর সূচনা বহু বছর আগে থেকেই। এই আন্দোলনে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, সেটা বিএনপি হোক বা অন্য কোনো দল, সবাই তাদের মতো করে অবদান রেখেছে। তাদের নেতা-কর্মীরা নির্যাতিত হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন।”

তিনি আরও বলেন, “এই আন্দোলনে শুধু রাজনৈতিক দলই নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। মাদ্রাসার ছাত্র, গৃহিণী, কৃষক, শ্রমিক, সিএনজিচালক, দোকানকর্মী, গার্মেন্টস শ্রমিক—সবাই রাস্তায় নেমেছিলেন। এমনকি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা ও বিদেশে থাকা সাংবাদিকরাও যুক্ত হয়েছিলেন এই আন্দোলনের সঙ্গে।”

তারেক রহমানের ভাষায়, “এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তারাই এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড। কোনো ব্যক্তি বা দল নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top