খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও জেলে নেতৃবৃন্দ।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে ভোলা জেলার ১ লাখ ৪৩ হাজার ৪৪৮ জন জেলের জন্য জনপ্রতি ২৫ কেজি করে মোট ৩ হাজার ৫৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার, ফলে প্রায় ২৫ হাজার নিবন্ধিত জেলে এ বরাদ্দের বাইরে রয়েছেন।
এর মধ্যে তজুমদ্দিন উপজেলায় নিবন্ধিত ১৮ হাজার ৭১৪ জন জেলের জন্য ৪৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন, “২২ দিনের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার জেলে পরিবারের পাশে থেকে সহায়তা করছে। ইলিশের প্রজনন নিশ্চিত করতে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে এবং সবাইকে সংরক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।