৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরায়েলের হাতে আটক শহিদুল আলম

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা অভিমুখে যাত্রার সময় ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে।

ভিডিও বার্তার ক্যাপশনে শহিদুল আলম লিখেছেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তবে বুঝবেন আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরায়েলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সমস্ত সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যান।”

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, গাজার সমুদ্রবন্দর ভেঙে প্রবেশের চেষ্টা করা একটি নতুন ফ্লোটিলা ব্যর্থ হয়েছে। ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার সব জাহাজ ও যাত্রীকে আটক করেছে এবং বর্তমানে তাদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “আইনগত নৌবন্দর ভেঙে যুদ্ধে প্রবেশের আরও একটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। সকল যাত্রী নিরাপদ ও সুস্থ অবস্থায় আছেন, এবং তাদের দ্রুত বহিষ্কারের পরিকল্পনা রয়েছে।”

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আয়োজনে নয়টি জাহাজ নিয়ে এই অভিযানে অংশ নেন অন্তত ১০০ জন কর্মী। এর মধ্যে ‘কনশানস’ (Conscience) নামের একটি জাহাজ প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top