১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

তাড়াশে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন রাহিদ মান্নান লেলিন

মোঃ সোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে লিফলেট বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস ও বিনোদপুর বাজার এলাকায় ওই লিফলেট বিতরণ করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জনপ্রিয় নেতা সাবেক ৪ বারের সফল জাতীয় সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টামন্ডলীর সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের পুত্র ও জেলা বিএনপি’র সদস্য রাহিদ মান্নান লেলিন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি’র একজন হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশি হিসেবে নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জরিপে জানা গেছে, নির্বাচনী এলাকার সর্বমহলে জনপ্রিয়তার শীর্ষে তার নাম রয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৫ টায় বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস ও বিনোদপুর বাজার এলাকায় ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।

পরে বিনোদপুর বাজারে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহম্মেদ শফির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য লেনিন বলেন, আমার পিতা যে ভাবে আপনাদের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করেছেন, দলীয় মনোনয়ন পেলে আমি সে ভাবেই আপনাদের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করতে চাই ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াডের বিএনপি দলীয় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top