১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল ও শহিদ সাজিদ ভবনের নামফলক স্থাপন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রীহল এবং শহিদ সাজিদ সাজিদ ভবনের নতুন নামফলক স্থাপন করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ নামফলক স্থাপন করা হয়।

জানা যায়, গতবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন মিরপুর মাথায় গুলিবিদ্ধ হয়ে ১৪ আগস্ট মৃত্যু বরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী শহিদ ইকরামুল হক সাজিদ। পর দিন ১৫ আগস্ট তার নামে নতুন একাডেমিক ভবনে শহিদ সাজিদ একাডেমিক ভবন নাম সম্বলিত ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা। একই সাথে নামকরণের জন্য স্মারকলিপি দেন তারা।

৫ আগস্টের পর একমাত্র ছাত্রীহলে নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরীরাণী হল রাখার দাবি জানান শিক্ষার্থীরা। গত ৬ ফেব্রুয়ারিতে খুলে ফেলা হয় ছাত্রী হলের নাম ফলক। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহল এবং নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তনের প্রস্তাব সিন্ডিকেট সভায় পাশ হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, এটার কাজ একটি কমিটির মাধ্যমে করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসের আগেই দৃশ্যমান কোনো কাজ করতে পারাটা ভালো দিক। আমরা অনেক কিছু করছি, কিন্তু দৃশ্যমান না হওয়ায় তা প্রকাশ করছি না। বিশ্ববিদ্যালয় দিবসের আগে আরও কিছু করার ইচ্ছা আছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং সিন্ডিকেটে অনুমোদনের পর নামফলক স্থাপন হওয়ায় আমরা সন্তুষ্ট। এই নামকরণ দুটি ঐতিহাসিক তাৎপর্য বহন করে।”

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “শহিদ ইকরামুল হক সাজিদের আত্মত্যাগ এবং নওয়াব ফয়জুন্নেসার মতো মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা জানাতে এ দুটি নামকরণ করা হয়েছে। নামফলক স্থাপনের মাধ্যমে প্রশাসন তার প্রতিশ্রুতির বাস্তবায়ন করল। আমরা দ্রুতই বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনকে সামনে রেখে অন্যান্য কাজও দৃশ্যমান করার চেষ্টা করছি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top