শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ শনিবার চাকরিতে ফিরেছেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহাজাহান আলী মিটন।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলামের সময় তাঁকে কর্মস্থল থেকে দূরে রাখা হয়। ওই সময় নানা প্রশাসনিক জটিলতা ও মানসিক চাপের মধ্যে কাটে তাঁর দিনগুলো।
অবশেষে সব বাধা পেরিয়ে তিনি পুনরায় নিজ কর্মস্থলে যোগদান করেছেন। তাঁর চাকরিতে ফেরাকে ঘিরে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক মহলে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
সহকর্মীরা জানান, শাহাজাহান আলী মিটন একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল সাংবাদিক। দীর্ঘদিন অন্যায়ভাবে দূরে থাকার পর তাঁর পুনরায় কাজে ফেরা সাংবাদিক সমাজের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সহকর্মীসহ অনেকে পোস্ট ও মন্তব্য করেছেন।