১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা: জনতা-পুলিশের সাহসিকতায় রক্ষা পেলো বড় দুর্ঘটনা

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, সিলেট প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান এলাকায় রাতের আঁধারে সংঘটিত হতে যাচ্ছিল এক ভয়াবহ ডাকাতি। রোববার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে চক্রটি সড়কের উপর গাছ ফেলে যান চলাচল বন্ধ করে ডাকাতির প্রস্তুতি নেয়। তবে স্থানীয় জনতা ও পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এলাকাবাসী দ্রুত শ্রীমঙ্গল থানায় খবর দেন। সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ডাকাতদের সেই চেষ্টা ব্যর্থ করে দেন।

শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর অলক কান্তি গুণ বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহায়তায় রাস্তায় ফেলে রাখা গাছগুলো দ্রুত অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করি। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তদন্ত চলছে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিলেও, পুলিশি তৎপরতায় তারা কিছুটা আশ্বস্ত হয়েছেন। এলাকাবাসীর দাবি, পাহাড়ঘেরা নির্জন এই সড়কে রাতে পুলিশের টহল জোরদার করা হোক এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top