১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া নন্দীগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

সজীব হাসান,( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ই অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে আগাম শীতকালীন শাক-সবজি (বসতবাড়ী ও মাঠে) আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।

ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মোঃ ফজলুল করিম, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, উপজেলা সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, কৃষি সম্প্রসারণ অফিসার শর্মিলী ইসলাম, আশিকুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার শাহারুল ইসলাম, নাজমুল হক, সুজন কুমার, সোহেল রানা, জহুরুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top