১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দি মুক্তি দিল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ।

কারাবন্দিদের দুই দফায় মুক্তি দেওয়া হয়। প্রথম দফায় প্রায় ২ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয় ইসরাইলের ওফের কারাগার থেকে, যা ফিলিস্তিনের পশ্চিম তীরের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত। স্থানীয় সময় দুপুরের দিকে এই বন্দিরা রেড ক্রসের সহায়তায় বাসযোগে বেইতুনিয়া শহরে পৌঁছান।

আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট (আইসিআরসি) বন্দিদের পরিবহনের দায়িত্ব পালন করে।

এরই মধ্যে দ্বিতীয় দফার ১ হাজার ৭১৮ বন্দি গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে এসে পৌঁছেছেন। তারা ছিলেন ইসরাইলের দক্ষিণাঞ্চলের নাগেভ কারাগারে। ইসরাইলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্য থেকেই এই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৫০ জন আজীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

গাজার নাসার মেডিকেল কমপ্লেক্সে মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বন্দিদের স্বাগত জানাতে পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে ভিড় জমিয়েছেন শত শত ফিলিস্তিনি নাগরিক। তারা উল্লাস ও আনন্দধ্বনিতে মুক্তিপ্রাপ্তদের বরণ করে নেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top