২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

ঈশ্বরদীতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের আরমবাড়িয়া বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।

(ঈশ্বরদী-আটঘরিয়া)পাবনা -৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জননেতা জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় গতকাল বিকেলে সাড়া উনিয়নের আরামবাড়িয়া, গোকুলনগর ও এয়ারপোর্ট মোড়ে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করা হবে।জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে।বক্তার আরও বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা।

এখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ,অর্থনীতি ও সুশাসন-সব ক্ষেত্রেই বাস্তব ভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান,ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জনি,বিএনপি সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী,সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু,যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল,পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, জিতু,রিপন,মুকুল,আসাদ,মাহাবুল,জাহাঙ্গির, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু,সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল,যুবদল নেতা বেলাল খান, দিপু,জালাল উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাহমুদুর রহমান সোনা মনি, উদ্দীন,ছাত্রদল নেতা মহন,মহিলা দল নেত্রী সাথী,জনি,স্মৃতি,সহ বিএনপির সকল অঙ্গ ও সহ যোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top