১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দীনিয়া বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করল কৈখালী নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসা

আঃ রহিম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

দীনিয়া মাদ্রাসা বোর্ডের আয়োজিত বৃত্তি পরীক্ষায় ঝালকাঠি জেলায় প্রথম স্থান অর্জন করেছে কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজার নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসা।

জানাগেছে, এ বছর জেলায় মোট ১৬টি বৃত্তি প্রদান করা হয়েছে, যার মধ্যে ৫টি বৃত্তি অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি— যা জেলার অন্যান্য মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ।

মাত্র ২০২৩ সালে যাত্রা শুরু করেও অল্প সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে এখানে প্রায় ৩০০ শিক্ষার্থী পাঠরত এবং ১০ জন শিক্ষক ও স্টাফ কর্মরত রয়েছেন।

দীনিয়া ও নুরানি শাখার পাশাপাশি এখানে রয়েছে হেফজ মাদ্রাসা ও ইয়াতিমখানা, যা এলাকার অনগ্রসর শিক্ষার্থীদের জন্য বিশেষ অবদান রাখছে।

কৈখালী নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন ছয়জন তরুণ শিক্ষাগুরু —
মো. রিয়াজুল ইসলাম খান, মো. কামাল হোসেন, মো. নাজমুল হোসেন, মো. ওবাইদুল্লাহ, মো. নুরুন্নবী এবং মো. আল আমিন খান।

স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মতে, তাদের আন্তরিকতা, পরিশ্রম ও দিকনির্দেশনার ফলেই অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি জেলার শিক্ষাক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

কৈখালী নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসার এই অর্জন শুধু প্রতিষ্ঠান নয়, সমগ্র কাঠালিয়া উপজেলার জন্যই এক গৌরবের বিষয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top