২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১০টির বেশি মোবাইল সিম থাকলে ৩০ অক্টোবরের মধ্যে বাতিলের নির্দেশ বিটিআরসির

নিজস্ব প্রতিনিধি:

একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিটিআরসি এ নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকরা তাদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে পছন্দমতো সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।

বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষে যদি কেউ নিজের অতিরিক্ত সিম বাতিল না করেন, তবে কমিশন দৈবচয়নের ভিত্তিতে সেই অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।

গ্রাহকরা নিজেদের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে *১৬০০১# ডায়াল করে, এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

বিটিআরসি আরও সতর্ক করেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সিম ডি-রেজিস্টার না করলে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলো বাতিল করা হবে এবং এর দায়ভার সম্পূর্ণভাবে গ্রাহকের ওপর বর্তাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top