২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় তারুণ্যের উৎসব ২০২৫: ছয় বিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি দীঘিনালাতে এশো দেশ বদলাই, পৃথিবী বদলাই”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।

এবারের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল—
প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রকৃতি আলো”
সুশিক্ষিত প্রকৃতি আলো”

উপজেলার ছয়টি বিদ্যালয় অংশ নেয় প্রতিযোগিতায়— দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়, তারাবনিয়া সরকারি উচ্চ বিদ্যালয় , উদালবাগান সরকারি উচ্চ বিদ্যালয়,বড়াদম সরকারি উচ্চ বিদ্যালয়,ছোট মেরুং উচ্চ বিদ্যালয়,বাবুছড়া সরকারি উচ্চ বিদ্যালয়।তিন ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল পর্বে শিক্ষার্থীরা তাদের যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

চূড়ান্ত পর্বে বাবুছড়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। তীব্র যুক্তিতর্ক ও বাগ্মিতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়, এবং সেরা বক্তা নির্বাচিত হন তনুশ্রী ভট্টাচার্য, একই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী।

প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মাইনুদ্দিন এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সুমন ও দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. বদিউজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ ও বক্তৃতা দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে সমাজ গঠনের নেতৃত্বের জন্য প্রস্তুত করে।”

দিনব্যাপী এই আয়োজন তরুণ প্রজন্মের মেধা ও মননের বিকাশে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দীঘিনালার শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top