২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর ইচলাদী টোল প্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী ট্রোল প্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তা প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। ২৮ অক্টোবর সকাল ১১ঃ৪৫ মিনিটের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিআরটিসি বাসের চালক মোঃ শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে বেশ কিছু যাত্রী নিয়ে বাসটি উজিরপুরের ইচলালী টোল প্লাজায় আসলে যাত্রীরা ধূমা দেখে আত্মচিৎকার করে, আমি গাড়ি ব্রেক করলেই আগুনের কুন্ডলী দেখার দেখতে পাই এবং সফল যাত্রীরা নিরাপদে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া- ব -১১-০০০৪ বাসটি মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট তাৎক্ষণিক ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উ

জিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, রাস্তার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়কে দুই পাড়ে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top