১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিপ্রবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে শাহরিয়ার মেরাজ ও সিরাতুন্নবী

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডিবেটিং ক্লাবের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহরিয়ার হোসাইন মেরাজ এবং মোঃ‌ সিরাতুন্নবী।

‎বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ক্লাবের প্রধান নির্বাহী জয় দে এবং অতিরিক্ত প্রধান নির্বাহী আল জাবের ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই আংশিক কমিটি ক্লাবের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও সদস্যদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে। আগামী তিন মাসের মধ্যে বিভিন্ন লেভেলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়।

‎কমিটির অন্যান্য পদে রয়েছেন, ডিবেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ শাহরিয়ার ইসলাম রাফি ও সুমাইয়া আমিন, প্রেস ও মিডিয়া অফিসার মোঃ ছফিউল্লাহ্ তালুকদার, লজিস্টিকস ও অর্থ বিষয়ক কর্মকর্তা শাহদাত হোসাইন, সহযোগী সদস্য মোঃ সাইমুন হাসান, সোয়েব ফেরদৌস, মাসুদা আক্তার রিফা ও আহমেদ সাফওয়াত চৌধুরী

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ শাহরিয়ার হোসাইন মেরাজ জানান,”আমি গর্বিত যে পবিপ্রবি ডিবেটিং ক্লাব এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস বিতর্ক কেবল প্রতিযোগিতা নয় এটি চিন্তা, যুক্তি ও শ্রদ্ধাশীল মতবিনিময়ের এক মহৎ অনুশীলন।
‎আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা যুক্তির আলোয় সত্য খুঁজবে, দায়িত্ব নিয়ে মত প্রকাশ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিবে।”

‎বিজ্ঞপ্তিতে ক্লাবের সকল সদস্যকে দায়িত্ববোধ, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে ক্লাবের উন্নয়ন ও কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top