২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কৃষি গুচ্ছ ভর্তি: অংশ নেবে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম আগের ধারাবাহিকতায় সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী আগের বছরের ন্যায় এ বছরও একই পদ্ধতিতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় সিদ্ধান্ত হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে থাকবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে।

সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এর উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, “কৃষিভিত্তিক উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো একসাথে কাজ করছে—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। গুচ্ছ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত হচ্ছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবীরাও সমান সুযোগ পাচ্ছে। এই প্রক্রিয়াটিকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও শিক্ষার্থীবান্ধব করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”তিনি আরও বলেন, “২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম যাতে সম্পূর্ণ সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আমি সকল সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। কৃষি শিক্ষার এই সমন্বিত প্রচেষ্টা আমাদের জাতীয় উন্নয়নের ভিত্তিকে আরও মজবুত করবে।”

সভা শেষে উপাচার্যবৃন্দ একমত হন, ভবিষ্যতে কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা ও টেকসই উন্নয়নে কৃষি গুচ্ছ পদ্ধতির ভূমিকা আরও জোরদার করা হবে। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন প্রক্রিয়া এবং আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে সমন্বয় কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top